হাইড্রোজেন খাতে এগিয়ে চীন: আন্তর্জাতিক বিশেষজ্ঞ

হাইড্রোজেন শক্তি খাতে চীন দ্রুত অগ্রগতি অর্জন করেছে। এর শক্তিশালী বাস্তবায়ন পরিকল্পনা এবং সুসংগঠিত শিল্প ইকোসিস্টেমকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ব্রাসেলসে চলমান ইউরোপিয়ান হাইড্রোজেন উইক ২০২৫-এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এমনটা বলেছেন।
এ আয়োজনে এয়ার লিকুইডের গ্লোবাল হাইড্রোজেন ব্যবসার ভাইস প্রেসিডেন্ট এরউইন পেনফরনিস বলেন, যাত্রীবাহী গাড়িতে হাইড্রোজেন প্রয়োগে চীন ধাপে ধাপে এগিয়েছে।
হাইড্রোজেন ইউরোপের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রতিশ্রুত বিনিয়োগে চীন বিশ্বে প্রথম অবস্থানে। এশিয়া তথা বিশ্বে সর্বাধিক হাইড্রোজেন উৎপাদনও করছে চীন। ২০২২ সালের হিসাবে চীনের বার্ষিক হাইড্রোজেন উৎপাদন প্রায় ৩ কোটি ৩০ লাখ টনে পৌঁছেছে।
ইজিপ্ট হাইড্রোজেনের সিইও খালেদ নাজেইব বলেন, ‘চীনের ইলেক্ট্রোলাইজার বিশ্বমানের এবং ইউরোপীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় অত্যন্ত সক্ষম। গুণমান ও যৌক্তিক মূল্যের কারণে আমরা চীনা কোম্পানির সঙ্গে ব্যাপকভাবে কাজ করছি।’
অন্যদিকে, নেদারল্যান্ডসের ক্লিয়ার কোম্পানির ম্যানেজিং পার্টনার ভিলেম-জেরন স্টিভেন্স জানান, চীন ‘ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি মডেল’ অনুসরণ করে, যেখানে একটি অঞ্চল বা শহরের মধ্যে পূর্ণ সরবরাহ শৃঙ্খল গড়ে ওঠে। এতে খরচ কমে এবং গবেষণা ও উৎপাদন আরও কার্যকর হয়।
চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে—২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে হাইড্রোজেন উৎপাদন বাড়ানো এবং একটি সুশৃঙ্খল শিল্প কাঠামো গড়ে তোলা। যা তাদের কার্বন নিঃসরণ শীর্ষে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
জনসন ম্যাথির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউজিন ম্যাককেনা বলেন, ‘চীনকে কাছ থেকে দেখা উচিত। তারা কৌশল ও বাস্তবায়নে এক ধরনের পরীক্ষাগারের মতো, যা থেকে বিশ্ব অনেক কিছু শিখতে পারে।’
সূত্র: সিএমজি বাংলা
আপনার মূল্যবান মতামত দিন: