চীনের হাংচৌতে চালু হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেন্ট্রিফিউজ

চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউজ চালু হয়েছে। এটি চীনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় বৈজ্ঞানিক অবকাঠামো প্রকল্প— সেন্ট্রিফিউজাল হাইপারগ্র্যঅভিটি অ্যান্ড ইন্টার ডিসিপ্লিনারি এক্সিপেরিমেন্ট ফ্যাসিলিটি’র অংশ।
চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তৈরি হওয়া এই ফ্যাসিলিটিতে তিনটি প্রধান সেন্ট্রিফিউজ, ছয়টি পরীক্ষামূলক মডিউল এবং ১৮টি যন্ত্র রয়েছে। প্রথম সেন্ট্রিফিউজটি ২৩০ বর্গমিটার আয়তনের একটি ভূগর্ভস্থ কক্ষে স্থাপন করা হয়েছে। ৬.৪ মিটার দীর্ঘ ঘূর্ণায়মান বাহুর মাধ্যমে পরীক্ষামূলক যন্ত্রকে উচ্চগতিতে ঘোরানো হয়, যার ফলে পৃথিবীর চেয়ে ১০ থেকে ৩০০ গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এর মাধ্যমে ভূতাত্ত্বিক বিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বা চরম পরিবেশের মতো বৃহৎ প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে স্বল্প সময়ে ল্যাবরেটরিতে সিমুলেশন করা যাবে। যেমন—১০০ গুণ মাধ্যাকর্ষণে ১০০ মিটারের কাঠামোকে ১ মিটার মডেলে পরীক্ষা করা সম্ভব হবে, আবার ১০০ বছরের দূষণ ছড়ানোর প্রক্রিয়া ৩ দশমিক ৬৫ দিনেই পর্যবেক্ষণ করা যাবে।
এর নির্মাণকাজ আগামী বছরের শেষনাগাদ পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএমজি
আপনার মূল্যবান মতামত দিন: