বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন, বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে নতুন এক তালিকা।
৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.০৩ বিলিয়ন পাউন্ড), হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, যা প্রতিবছর ভারতের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।
এর ফলে তিনি এখন আর্নল্ড শোয়ার্জনেগার, পপ তারকা রিহানা, গলফার টাইগার উডস এবং গায়িকা টেইলর সুইফটের মতো বিশ্ববিখ্যাত ধনীদের কাতারে চলে এসেছেন। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, টেইলর সুইফটের সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার।
তালিকায় আরও রয়েছেন বলিউড তারকা জুহি চাওলা, হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন এবং পরিচালক করণ জোহর।
‘বলিউডের রোম্যান্সের রাজা’ খ্যাত খান তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন। তিনি কেবল অভিনেতা হিসেবেই নয়, একজন সফল প্রযোজক এবং ক্রিকেট দলের মালিক হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন।
হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ বিবিসিকে জানান, “খানের বিলিয়নিয়ার হওয়ার পেছনের মূল কারণ হলো তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং তাঁর আইপিএল দল নাইট রাইডার স্পোর্টস-এ শেয়ার।”
এছাড়াও তাঁর আয়ের উৎস হিসেবে রয়েছে চলচ্চিত্র থেকে পারিশ্রমিক, বিজ্ঞাপন এবং বিশ্বের বিভিন্ন স্থানে রিয়েল এস্টেটে বিনিয়োগ।
জুনাইদের মতে, শাহরুখ খানের এই অর্জন ভারতের অর্থনৈতিক বিকাশের নতুন রূপকে প্রতিফলিত করে।
তিনি বলেন, “ভারতের অর্থনীতি যত পরিণত হচ্ছে এবং নতুন ধন সৃষ্টির ধাপে প্রবেশ করছে, আমরা দেখছি উৎপাদন, আইটি বা ব্যাংকিংয়ের বাইরেও নতুন মূল্যকেন্দ্র তৈরি হচ্ছে।”
খেলাধুলা, বিনোদন ও মেধাস্বত্বনির্ভর ব্যবসা এখন ভারতের নতুন ‘ধন সৃষ্টির শক্তিশালী ইঞ্জিন’, তিনি যোগ করেন।
জুনাইদ আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের ধনীদের তালিকার বিবর্তনের মতো, যেখানে একসময় শিল্পপতি ও ব্যাংকাররা আধিপত্য করতেন, আর এখন সেখানে দেখা যায় খেলাধুলার দল-মালিক, মিডিয়া টাইকুন ও সেলিব্রিটি ব্র্যান্ডের নাম—যেমন মাইকেল জর্ডান, লেব্রন জেমস, ওপরা উইনফ্রে ও বেয়ন্সে।
তবে ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, অনেক সেলিব্রিটি অত্যন্ত ধনী হলেও, “তাদের সম্পদ বিলিয়ন ডলারে পৌঁছায় খুবই বিরল”—বিশ্বজুড়ে মাত্র কয়েক ডজন মানুষই এই কৃতিত্ব অর্জন করেছেন।
এই বছর হুরুন লিস্টে শাহরুখ খান ছাড়াও আরও চারজন বলিউড তারকা ও তাদের পরিবার স্থান পেয়েছেন। তবে খানের সম্পদের পরিমাণ তাদের সবার তুলনায় অনেক বেশি।
জুহি চাওলা—যিনি শাহরুখের সহ-অভিনেত্রী ছিলেন একাধিক ছবিতে—ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ৮৮০ মিলিয়ন ডলার, যা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। এরপর রয়েছেন পরিচালক করণ জোহর (২০০ মিলিয়ন ডলার) এবং অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার (১৮৩ মিলিয়ন ডলার)।
২০২৪ সালে করণ জোহর খবরের শিরোনামে আসেন, যখন তিনি নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর ৫০ শতাংশ শেয়ার ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি করেন ভারতের শীর্ষ ভ্যাকসিন প্রস্তুতকারক আদার পুনাওয়ালার কাছে।
এই বছর ভারতের বিলিয়নিয়ার সংখ্যা ৩৫০ জন ছাড়িয়ে গেছে, যেখানে হুরুন ইন্ডিয়া অনুযায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: