জাপানে ভূমিকম্প, সতর্কতা জারি
জাপানের পূর্ব উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইওয়াতে উপকূলে ৩ দশমিক ২৮ ফুট পর্যন্ত উঁচু ঢেউ হতে পারে।
জাপানের পূর্ব উপকূলরেখা প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর আগেও এই অঞ্চল অসংখ্য ভূমিকম্প এবং সুনামির সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি।

আপনার মূল্যবান মতামত দিন: