রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে 'পরিকল্পিতভাবে' সম্পর্ক জোরদার হচ্ছে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক ‘পরিকল্পিতভাবে’ জোরদার হচ্ছে।
মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইকে আজ ক্রেমলিনে আতিথেয়তা প্রদান করেন পুতিন।
ক্রেমলিনের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও’তে দেখা যায়, পুতিন চোয়েকে অভিবাদন জানান এবং তার সঙ্গে করমর্দন করছেন।
পরে পুতিন বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।’

আপনার মূল্যবান মতামত দিন: