তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রক্ষণশীল সানায়ে তাকাইচি। দেশটির ক্ষমতাসীন দলের প্রধান হওয়ার মাধ্যমে তিনি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে(এলডিপি) ঢেলে সাজাতে সামনে পাহাড় সমান কাজ করতে হবে।
এলডিপি কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে। চলতি মাসের শেষের দিকে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি সংসদে অনুমোদন পেতে পারেন।
শিনজিরো কোইজুমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রান অফ ভোটে জয়ের পর তাকাইচি এলডিপি সদর দপ্তরে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এলডিপির নতুন অধ্যায়ের সূচনা করেছি।
৪৪ বছর বয়সী কোইজুমি জিততে পারলে আধুনিক সময়ে জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন এবং এলডিপির জন্য প্রজন্মগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে পারতেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকাইচির প্রথম দাপ্তরিক দায়িত্বগুলোর একটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো, যিনি অক্টোবরের শেষের দিকে এক সংক্ষিপ্ত সফরে জাপান আসবেন বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: