মালভূমিতে চীনের তৈরি এয়ারশিপের সফল প্রথম ফ্লাইট

চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মানববাহী এয়ারশিপ এএস৭০০ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশে প্রথমবারের মতো মালভূমি অঞ্চলে স্বল্প-উচ্চতার সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে ডেভেলপার সংস্থা এভিক-এর স্পেশাল ভেহিকেল রিসার্চ ইনস্টিটিউট।
কুয়ানলিং এলাকার ফ্লাইটটি এক হাজার মিটার উঁচু মালভূমি অঞ্চলে এয়ারশিপটির প্রথম উড্ডয়ন। পরীক্ষায় এর স্থিতিশীলতা ও নিরাপত্তা সফলভাবে যাচাই করা হয়। সংগৃহীত পরিবেশগত তথ্য ও ফ্লাইট পারফরম্যান্স ভবিষ্যৎ সংস্করণ উন্নয়নে সহায়ক হবে।
এএস৭০০ সর্বোচ্চ ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। টানা আকাশে থাকতে পারে ১০ ঘণ্টা। বিশেষ থ্রাস্ট ভেক্টর সিনক্রোনাস সারভো কন্ট্রোল। এটি ১৫০ মিটারের মধ্যে স্বল্প দূরত্বে বা উল্লম্বভাবে উঠানামা করতে পারে।
এয়ারশিপটির উড্ডয়ন পরীক্ষায় জরুরি উদ্ধার, আকাশপথে নজরদারি, পরিবহন, অনুসন্ধান এবং পর্যটনসহ নানাবিধ খাতে এয়ারশিপটির সম্ভাবনা উন্মোচিত হয়েছে।
সূত্র: সিএমজি
আপনার মূল্যবান মতামত দিন: