আইটেল সুপার ২৬ আলট্রা: স্মার্টফোন বাজারে নতুন চমক

স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো আইটেল। সম্প্রতি বাজারে এসেছে তাদের নতুন মডেল ‘আইটেল সুপার ২৬ আলট্রা’, যা একাধারে দৃষ্টিনন্দন ডিজাইন ও আধুনিক ফিচারের সমন্বয়।
স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো আইটেল। সম্প্রতি বাজারে এসেছে তাদের নতুন মডেল ‘আইটেল সুপার ২৬ আলট্রা’, যা একাধারে দৃষ্টিনন্দন ডিজাইন ও আধুনিক ফিচারের সমন্বয়। দাম রাখা হয়েছে ২০,০০০ টাকা।
ফোনটিতে থাকছে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা সিনেমা দেখা কিংবা গেম খেলার অভিজ্ঞতাকে করবে আরও জীবন্ত। আল্ট্রা-স্লিম বেজেল আর থ্রি ডি কার্ভড গ্লাস ডিজাইন দিয়েছে প্রিমিয়াম লুক।
শক্তিশালী অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এই মডেলে রয়েছে ৮ জিবি র্যাম (যা ১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফলে মাল্টিটাস্কিং কিংবা হাই-গ্রাফিক্স গেমিং হবে আরও দ্রুত ও মসৃণ, আর বড় আকারের ছবি-ভিডিও সংরক্ষণেও থাকবে নিশ্চিন্ততা।
ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয়। এতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ, সঙ্গে অল্ট্রা-ওয়াইড লেন্স ও ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এআই বিউটিফিকেশন ফিচারসহ।
ব্যাটারির দিক থেকেও রয়েছে নিশ্চয়তা। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি—মাত্র কয়েক মিনিট চার্জেই পাওয়া যাবে দীর্ঘ সময়ের ব্যাকআপ।
আইটেল সুপার ২৬ আলট্রাকে আলাদা করেছে এর এআই ফিচারসমূহ—যেমন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ক্যামেরা এআই ফিল্টার এবং ব্যাটারি অপ্টিমাইজেশন সিস্টেম। নিরাপত্তার জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
আপনার মূল্যবান মতামত দিন: