newsbhuban25@gmail.com বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
২ মাঘ ১৪৩২

নিউজিল্যান্ডের কাছে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম

তৃতীয়বারের মত ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ওয়ানডে ক্রিকেটে তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। এর আগে ২০০০ (৫-০) ও ২০১৭ সালে (৩-০) ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার ম্যাট হেনরি এবং ব্যাটার মার্ক চাপম্যানের নৈপুন্যে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ রানে ও ৫ উইকেটে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তারা।

দলের কোন ব্যাটারই ৪০’র ঘরে পা রাখতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। এছাড়া জন ক্যাম্পবেল ২৬ ও খারি পেইরি অপরাজিত ২২ রান করেন।

হেনরি ৪টি, জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ডও। তবে মিডল অর্ডারে চাপম্যানের হাফ-সেঞ্চুরির সাথে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানের সুবাদে ১১৭ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

৮ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৬৪ রান করেন চাপম্যান। ৬টি চারে ৩১ বলে অনবদ্য ৪০ রানের দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল।

দুর্দান্ত বোলিং নৈপুন্যে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


নিউজিল্যান্ডের কাছে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম

তৃতীয়বারের মত ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ওয়ানডে ক্রিকেটে তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। এর আগে ২০০০ (৫-০) ও ২০১৭ সালে (৩-০) ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার ম্যাট হেনরি এবং ব্যাটার মার্ক চাপম্যানের নৈপুন্যে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ রানে ও ৫ উইকেটে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তারা।

দলের কোন ব্যাটারই ৪০’র ঘরে পা রাখতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। এছাড়া জন ক্যাম্পবেল ২৬ ও খারি পেইরি অপরাজিত ২২ রান করেন।

হেনরি ৪টি, জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ডও। তবে মিডল অর্ডারে চাপম্যানের হাফ-সেঞ্চুরির সাথে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানের সুবাদে ১১৭ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

৮ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৬৪ রান করেন চাপম্যান। ৬টি চারে ৩১ বলে অনবদ্য ৪০ রানের দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল।

দুর্দান্ত বোলিং নৈপুন্যে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর