ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারানোর পরদিন সুখবর পেল বাংলাদেশ দল। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে গেল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৮০ নম্বরে। নয় বছরের মধ্যে এটি লাল-সবুজ জার্সিধারীদের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মে মাসে তারা ছিল ১৭৮ নম্বরে।
গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের প্রথমার্ধের লক্ষ্যভেদে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পালা শেষে প্রতিবেশীদের বিপক্ষে জয়ের স্বাদ পায় তারা।
ম্যাচটির আগে র্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ এগিয়ে থাকা ভারতকে হারানোয় বেশ উন্নতি হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমদের। ১৭.১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তাদের। বাংলাদেশের আগের পয়েন্ট ছিল ৮৯৪.০৬, বর্তমানে পয়েন্ট ৯১১.১৯।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন নেই। স্পেন একে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুইয়ে, ফ্রান্স তিনে ও ইংল্যান্ড চারে আছে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল।

আপনার মূল্যবান মতামত দিন: