newsbhuban25@gmail.com মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বকাপ দাবায় নীড়ের কাছে ধরাশায়ী নরওয়ের গ্র্যান্ডমাস্টার

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

বাংলাদেশি দাবাড়ু মনন রেজা নীড়

বিশ্বকাপ দাবায় নরওয়ের গ্র্যান্ডমাস্টার ধরাশায়ী হয়েছে বাংলাদেশের মনন রেজা নীড়ের কাছে। নরওয়ের গ্র্যান্ডমাস্টার ’তারি আরআয়ান’ যার রেটিং ২৬৩১ যেখানে নীড়ের রেটিং ২৩৬৯ হওয়া সত্ত্বেও প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন।

আজ থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশগ্রহণ করছেন। ফাহাদ হারলেও নীড় প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন।

নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরআয়ান। যার রেটিং ২৬৩১। যেখানে নীড়ের রেটিং ২৩৬৯। হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুই জনের মধ্যে র‍্যাপিড খেলা হবে। র‍্যাপিড খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর যদি কাল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন। নীড় জিতলে নীড়ও পরের রাউন্ডে খেলবেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এই দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এই গ্র্যান্ডমাস্টারকে রুখতে পারেননি। ফলে আগামীকাল কালো ঘুটি নিয়ে ফাহাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ। কাল ড্র করলেও ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জিতলে আবার র‍্যাপিড, ব্লিটজে গড়াবে খেলা।

দাবা বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুরা প্রথম রাউন্ডেই বিদায় নেন সাধারণত। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই শুধু একবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। বিশ্বকাপ দাবায় এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


বিশ্বকাপ দাবায় নীড়ের কাছে ধরাশায়ী নরওয়ের গ্র্যান্ডমাস্টার

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

বাংলাদেশি দাবাড়ু মনন রেজা নীড়

বিশ্বকাপ দাবায় নরওয়ের গ্র্যান্ডমাস্টার ধরাশায়ী হয়েছে বাংলাদেশের মনন রেজা নীড়ের কাছে। নরওয়ের গ্র্যান্ডমাস্টার ’তারি আরআয়ান’ যার রেটিং ২৬৩১ যেখানে নীড়ের রেটিং ২৩৬৯ হওয়া সত্ত্বেও প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন।

আজ থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশগ্রহণ করছেন। ফাহাদ হারলেও নীড় প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন।

নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরআয়ান। যার রেটিং ২৬৩১। যেখানে নীড়ের রেটিং ২৩৬৯। হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুই জনের মধ্যে র‍্যাপিড খেলা হবে। র‍্যাপিড খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর যদি কাল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন। নীড় জিতলে নীড়ও পরের রাউন্ডে খেলবেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এই দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এই গ্র্যান্ডমাস্টারকে রুখতে পারেননি। ফলে আগামীকাল কালো ঘুটি নিয়ে ফাহাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ। কাল ড্র করলেও ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জিতলে আবার র‍্যাপিড, ব্লিটজে গড়াবে খেলা।

দাবা বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুরা প্রথম রাউন্ডেই বিদায় নেন সাধারণত। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই শুধু একবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। বিশ্বকাপ দাবায় এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর