newsbhuban25@gmail.com মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

এই প্রথম ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

এই প্রথম হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া ভারত।

সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

৭ উইকেটের জয় দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। তবে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের ঘাম ঝড়ানো জয় পায় অস্ট্রেলিয়া।

সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায়, এবার ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য অস্ট্রেলিয়ার। দলের অলরাউন্ডার কুপার কনোলি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জয়। এবার আমাদের সামনে নতুন লক্ষ্য-ভারতকে হোয়াইটওয়াশ করা। প্রথম দুই ম্যাচে দলের পারফরমেন্সে, আমরা শেষ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী।’

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে ভারত। কিন্তু ক্যাচ মিসের কারণে ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য ভারত ক্ষুধার্ত হয়ে আছে বলে জানান ব্যাটার শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে লড়াই করার মত পুঁজি ছিল আমাদের। কিন্তু দুইটা ক্যাচ পড়ে যাওয়ায় ম্যাচ হারতে হয়েছে দলকে। শেষ ম্যাচে জয়ের জন্য পুরো দল মুখিয়ে আছে। আমাদের একমাত্র লক্ষ্য থাকবে, শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া।’

প্রথম দুই ম্যাচে শূন্য হাতে মাঠ ছাড়েন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। শেষ ম্যাচে রানে ফিরতে মরিয়া হয়ে আছে তিনি। ৫৪ রান করলেই ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৩০৪ ম্যাচে ১৪,১৮১ রান করেছেন তিনি। ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক ব্যাটার কুমার সাঙ্গাকারা।

ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন লিটল মাস্টার।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ৫৮টি ও অস্ট্রেলিয়া ৮৬ ম্যাচে জিতেছে। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


এই প্রথম ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

এই প্রথম হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া ভারত।

সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

৭ উইকেটের জয় দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। তবে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের ঘাম ঝড়ানো জয় পায় অস্ট্রেলিয়া।

সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায়, এবার ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য অস্ট্রেলিয়ার। দলের অলরাউন্ডার কুপার কনোলি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জয়। এবার আমাদের সামনে নতুন লক্ষ্য-ভারতকে হোয়াইটওয়াশ করা। প্রথম দুই ম্যাচে দলের পারফরমেন্সে, আমরা শেষ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী।’

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে ভারত। কিন্তু ক্যাচ মিসের কারণে ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য ভারত ক্ষুধার্ত হয়ে আছে বলে জানান ব্যাটার শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে লড়াই করার মত পুঁজি ছিল আমাদের। কিন্তু দুইটা ক্যাচ পড়ে যাওয়ায় ম্যাচ হারতে হয়েছে দলকে। শেষ ম্যাচে জয়ের জন্য পুরো দল মুখিয়ে আছে। আমাদের একমাত্র লক্ষ্য থাকবে, শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া।’

প্রথম দুই ম্যাচে শূন্য হাতে মাঠ ছাড়েন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। শেষ ম্যাচে রানে ফিরতে মরিয়া হয়ে আছে তিনি। ৫৪ রান করলেই ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৩০৪ ম্যাচে ১৪,১৮১ রান করেছেন তিনি। ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক ব্যাটার কুমার সাঙ্গাকারা।

ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন লিটল মাস্টার।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ৫৮টি ও অস্ট্রেলিয়া ৮৬ ম্যাচে জিতেছে। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর