ভারতের দেওয়া ১৬৮ রানে লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

শুরু থেকে ব্যাট হাতে যেভাবে ভারতের ব্যাটাররা ঝড় তুলছিল, তাতে রান দুইশ পেরিয়ে যাওয়ার কথা ছিল। মাত্র ১০.১ ওভারেই তাদের সংগ্রহ শতরান পেরিয়েছিল। তবে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সে ঝড় থামিয়ে লড়াইয়ে রাখে বাংলাদেশকে। এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ইউকেটে ২৬ রান।
শুরু থেকে ব্যাট হাতে যেভাবে ভারতের ব্যাটাররা ঝড় তুলছিল, তাতে রান দুইশ পেরিয়ে যাওয়ার কথা ছিল। মাত্র ১০.১ ওভারেই তাদের সংগ্রহ শতরান পেরিয়েছিল। তবে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সে ঝড় থামিয়ে লড়াইয়ে রাখে বাংলাদেশকে। এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ইউকেটে ২৬ রান।
এশিয়া কাপে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক শর্মা। টাইগারদের হয়ে রিশাদ ২টি আর মোস্তাফিজ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।
সুপার ফোরের প্রথম ম্যাচে দুদলই জয় পেয়েছে। আজকের ম্যাচে যারা জিতবে তারা এগিয়ে যাবে ফাইনালের পথে। শিরোপার মিশনে শক্তিশালী ভারতের বিপক্ষে বল হাতে কাজটা অবশ্য ভালোভাবেই শেষ করেছে লাল সবুজরা। এবার দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের।
দুবাইতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে দুজন মিলে দলকে এনে দেন ৭২ রান। এরপর আক্রমণে এসে পরপর দুই ওভারে গিল ও শিবাম দুবেকে ফিরিয়ে ভারতের ঝড় থামান রিশাদ হোসেন।
১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে সপ্তম ওভারের দ্বিতীয় বলে সীমানার কাছে ক্যাচ দেন গিল। নবম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন দুবে।
তবে একপ্রান্তে ঝড় তুলতে থাকেন অভিষেক। শেষ পর্যন্ত দ্বাদশ ওভারে সূর্যকুমারে সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার। ৩৭ বলে ৫ ছক্কা ও ৬ চারের মারে ৭৫ রানে থামেন তিনি। একই ওভারের শেষ বলে সূর্যকুমারকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। ১১ বলে ৫ রানে থামেন ভারত অধিনায়ক। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করে নেন মোস্তাফিজ। সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ।
এদিকে দুই ওভার পর আক্রমণে এসে তিলক বার্মাকে ফেরান তানজিম হাসান সাকিব। ৭ বলে ৫ রানে থামেন এ ব্যাটার। ভারতের সংগ্রহ তখন ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান।
ষষ্ঠ উইকেটে ক্রিজে এসে টাইগার বোলারদের বিরক্ত করেন হার্দিক পান্ডিয়া। তবে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি। তার সঙ্গী অক্ষর প্যাটেল ১৫ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। প্রথম ১০ ওভারে ৯৫ রান খরচ করা, টাইগার বোলাররা লড়াই করে শেষ ১০ ওভারে খরচ দেন ৭৩ রান।
৩ ওভার বল করে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ। ৪ ওভারে ২৯ রান খরচায় তানজিম সাকিব ১, আর ৩৩ রান খরচায় ১ উইকেট নেন মোস্তাফিজ। ৩ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন সাইফউদ্দিন। ৪ ওভারে ৩৪ রান দিলেও উইকেটশূন্য ছিলেন নাসুম আহমেদ। দারুণ ভূমিকা পালন করেন পার্ট টাইম বোলার সাইফ হাসান। ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ভারতের রানের গতি অনেকাংশে কমিয়ে আনেন তিনি।
এর আগে এদিন জাকের আলীর নেতৃত্বে চার পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। অনুশীলনের সময় কোমরে চোট পাওয়ায় দলে নেই লিটন দাস। লিটনের সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। তাদের জায়গায় খেলছেন রিশাদ, তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন ও সাইফউদ্দিন। তবে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে ভারত।
এ ফরম্যাটের ১৭ বারের দেখায় ১৬ বারই জিতেছে মেন ইন ব্লু। দ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্যাট করবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: