newsbhuban25@gmail.com মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

টিকে থাকার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

পাকিস্তান-শ্রীলংকা

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। টাইগারদের কাছে হেরে ক্ষত-বিক্ষত শ্রীলঙ্কা। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান। এবার দু'দলের সামনে একই লক্ষ্য। জয় তুলে নিয়ে ফাইনালের রেইসে টিকে থাকা।

তবে, ভারত ম্যাচের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ফখরের আউট কিংবা হারিস রউফের ভারতীয় দর্শকদের দেখানো অঙ্গভঙ্গী নিয়ে হচ্ছে আলোচনা। ফিফটি করে শাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়ে চলছে বিতর্ক। তবে সে সব গায়ে নিচ্ছেন না এই ওপেনার। সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন উদযাপনের কারণ।

শাহিবজাদা ফারহান বলেন, 'আমি ৫০ করে সেলিব্রেশন খুব কম করি। তবে, এ ম্যাচে আমার হঠাৎ মাথায় আসলো যে একটা ভিন্ন ধরণের সেলিব্রেশন করি, সেটা আমি করেছি। কে কি বললো সেটা আমি পরোয়া করি না। আর আপনারা জানেন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলা উচিৎ, সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন। শুধু ভারত দেখে আমি সেলিব্রেশন করেছি বিষয়টি এরকম নয়।'

শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে যে দল হারবে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন ইন গ্রিনের। তবে, ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আলীর দল। পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে ৩ জয়ে এগিয়ে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ২৩ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান। যেখানে মেন ইন গ্রিনের জয় ১৩টি আর শ্রীলঙ্কা জিতেছে ১০ ম্যাচে। তবে, পরিসংখ্যান পক্ষে না থাকলেও মেন ইন গ্রিনের বিপক্ষে সবশেষ ৫ টি-টোয়েন্টি জয় আত্মবিশ্বাস জোগাবে লঙ্কানদের। তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিলো ২০১৭ সালে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


টিকে থাকার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

পাকিস্তান-শ্রীলংকা

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। টাইগারদের কাছে হেরে ক্ষত-বিক্ষত শ্রীলঙ্কা। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান। এবার দু'দলের সামনে একই লক্ষ্য। জয় তুলে নিয়ে ফাইনালের রেইসে টিকে থাকা।

তবে, ভারত ম্যাচের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ফখরের আউট কিংবা হারিস রউফের ভারতীয় দর্শকদের দেখানো অঙ্গভঙ্গী নিয়ে হচ্ছে আলোচনা। ফিফটি করে শাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়ে চলছে বিতর্ক। তবে সে সব গায়ে নিচ্ছেন না এই ওপেনার। সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন উদযাপনের কারণ।

শাহিবজাদা ফারহান বলেন, 'আমি ৫০ করে সেলিব্রেশন খুব কম করি। তবে, এ ম্যাচে আমার হঠাৎ মাথায় আসলো যে একটা ভিন্ন ধরণের সেলিব্রেশন করি, সেটা আমি করেছি। কে কি বললো সেটা আমি পরোয়া করি না। আর আপনারা জানেন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলা উচিৎ, সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন। শুধু ভারত দেখে আমি সেলিব্রেশন করেছি বিষয়টি এরকম নয়।'

শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে যে দল হারবে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন ইন গ্রিনের। তবে, ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আলীর দল। পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে ৩ জয়ে এগিয়ে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ২৩ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান। যেখানে মেন ইন গ্রিনের জয় ১৩টি আর শ্রীলঙ্কা জিতেছে ১০ ম্যাচে। তবে, পরিসংখ্যান পক্ষে না থাকলেও মেন ইন গ্রিনের বিপক্ষে সবশেষ ৫ টি-টোয়েন্টি জয় আত্মবিশ্বাস জোগাবে লঙ্কানদের। তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিলো ২০১৭ সালে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর