নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চান সারোয়ার তুষার

গণভোট না হয় সাংবিধানিক আদেশ, যে প্রক্রিয়ায় হোক আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন চান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন কোন পথে শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান তিনি।
বৈষম্যরবিরোধী ছাত্র আন্দোলন এই সেমিনারের আয়োজন করে৷ সরোয়ার তুষার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সব পক্ষকেই খুশি রাখতে চায় সরকার। তাই সংবিধানের ১০৬ ধারায় আদালতের মাধ্যমে সুরাহার কথা বলছে ঐকমত্য কমিশন।
তিনি বলেন, সংবিধান বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান লাগবে না। আমরা যদি চাই যে এই সংবিধান পরিবর্তন করে একটি নতুন সংবিধান করবো এর জন্য গণঅভ্যুত্থানের দোহাই কেন দেয়া লাগবে। এমনিতেই তো আমরা এটা করতে পারবো। আমরা যদি এখন সিদ্ধান্ত নেই যে, এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আমরা থাকবো না, আমরা একটা নতুন সংবিধান করবো এতে কী সমস্যা এমন প্রশ্নও রাখেন তিনি।
তিনি আরও বলেন, আদালত নয় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে না পারলে আবারও ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন বক্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: