newsbhuban25@gmail.com মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু, নিহতের পরিবার পাবে ৫ লক্ষ টাকা : রেল উপদেষ্টা

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু

আজ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন রেল উপদেষ্টা ।

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তাঁর পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাঁকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

আজ রোববার দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দুর্ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি বলেন, পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুনরায় ট্রেন চালু হতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান।

এদিকে আজ বিকেল তিনটার কিছু পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আবুল কালামের মরদেহ দেখতে গিয়ে উপদেষ্টা বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাকি অংশ চালু করতে কিছুটা সময় লাগবে। কারণ ক্রেন আনতে হবে এবং দুর্ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু, নিহতের পরিবার পাবে ৫ লক্ষ টাকা : রেল উপদেষ্টা

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু

আজ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন রেল উপদেষ্টা ।

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তাঁর পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাঁকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

আজ রোববার দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দুর্ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি বলেন, পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুনরায় ট্রেন চালু হতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান।

এদিকে আজ বিকেল তিনটার কিছু পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আবুল কালামের মরদেহ দেখতে গিয়ে উপদেষ্টা বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাকি অংশ চালু করতে কিছুটা সময় লাগবে। কারণ ক্রেন আনতে হবে এবং দুর্ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর