ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৩২ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৯ জন, যাদের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১১৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৯১ জন, যার মধ্যে ৩৭ হাজার ৩০৩ জন পুরুষ ও ২৩ হাজার ৪৮৮ জন নারী।

আপনার মূল্যবান মতামত দিন: