প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৩৬৪ টাকা কমল
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৩৬৪ টাকা কমানোর ঘোষণা দেয়।
আজ বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ছয় হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে বলে সমিতি জানিয়েছে।
সর্বশেষ গত রোববার সোনার দাম কমেছিল। তখন ভরিপ্রতি ৫ হাজার ৪৪৭ টাকা দাম কমে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায় দাঁড়িয়েছিল। এখন তা থেকে এক হাজার ৩৬৪ টাকা কমল।
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে গত ২০ অক্টোবর দেশীয় বাজারে প্রতি ভরি সোনার দাম রেকর্ড দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকায় পৌঁছে।

আপনার মূল্যবান মতামত দিন: