‘সাবা’র ট্রেলারেই সাড়া ফেললেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড় পর্দায় আসার পর থেকেই সাফল্যের ধারায় এগিয়ে চলেছেন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিতেই তার রূপালি পর্দায় অভিষেক।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড় পর্দায় আসার পর থেকেই সাফল্যের ধারায় এগিয়ে চলেছেন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিতেই তার রূপালি পর্দায় অভিষেক। বলা যায়, এ ছবিই তার অভিনয়জীবনের নতুন দুয়ার খুলে দিয়েছে।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকলেও এরই মধ্যে ‘সাবা’ জয় করেছে আন্তর্জাতিক মঞ্চ। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান। সেই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া থেকে শুরু করে সৌদি আরবের রেড সি উৎসব—প্রতিটি আসরেই দাগ কেটেছে এই ছবি।
আগামী ২৬ অক্টোবর ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের হলে। তার আগেই মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেড় মিনিটের ট্রেলার, যেখানে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
ট্রেলার প্রকাশ করে তিনি লিখেছেন, “সাবা একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের আবেগময় সম্পর্ক ফুটে উঠেছে।”
মেহজাবীনের ভাষায়, “এই যাত্রায় দর্শকরা প্রতিটি মুহূর্ত অনুভব করবেন, আর শেষে বুঝতে পারবেন—মা ও সন্তানের বন্ধন কতটা অমূল্য। তাই মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন।”
ট্রেলারে ধরা পড়েছে এক মেয়ের সংগ্রামের করুণ কাহিনি। বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একাই লড়াই করে যায় সাবা।
আপনার মূল্যবান মতামত দিন: